২৭ নভেম্বর, ২০২১ ১৬:৩১

‘মার্কা আমার নৌকা, এবার ভোট হবে পাঁচ মিনিট’

শেরপুর প্রতিনিধি

‘মার্কা আমার নৌকা, এবার ভোট হবে পাঁচ মিনিট’

আগামীকাল রবিবার তৃতীয় দফায় অনুষ্ঠিত হবে শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১টি ইউনিয়নের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে কদিন ধরেই উত্তাপ চলছে। জনপ্রতিনিধিদের লাগামহীন বক্তব্য ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। জনসভায় দেওয়া এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে।

গতকাল নকলা উপজেলার উরফা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান রেজাউল হক হীরার জনসভার একটি বক্তব্য ভাইরাল হয়েছে। এসময় চেয়ারম্যান বলছেন, ‌‘মার্কা আমার নৌকা। গতবার আধাঘণ্টার ভোটে চেয়ারম্যান হয়েছি। এবার ভোট করব মাত্র পাঁচ মিনিট।’ 

ওই জনসভাতেই তার ছেলে সিয়াম ইমতিয়াজ হুঙ্কার দিয়ে বলেছেন, ‘ভোটের দিন নৌকায় ভোট না দিলে পাঁচ বছর এলাকায় থাকা যাবে না। শান্তি চাইলে ভোট দিবেন নৌকায়।’ 

অপর দিকে নালিতাবাড়ী উপজেলার মেয়র আবু বকর বাক্কার কয়েকদিন আগে এক জনসভায় বলেছেন, ‘বাঘবের ইউনিয়নে নৌকা ছাড়া কোন এজেন্ট থাকতে দেওয়া হবে না।’

বক্তব্যের বিষয়ে চেয়ারম্যান রেজাউল হক বলেছেন, ‘বিরোধীরা গুজব ছড়াচ্ছেন’। মেয়র বাক্কার বলেছেন, ‘বক্তব্য এডিট করে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে’।

জেলা প্রশাসক মোমিনুর রশীদ বলেন, এসব বক্তব্য নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ভোট হবে সুষ্ঠু নিরপেক্ষ।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর