গাজীপুরের কালিয়াকৈরে ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে আব্দুল আলীম নামের এক মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর সকাল ৭টার দিকে মাদ্রাসা ছাত্র আব্দুল আলীমকে তার বাবা আব্দুল জলিল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার মাদ্রাসায় দিয়ে আসেন। প্রায় দেড় ঘণ্টা পর ওই ছাত্র কিছু না বলেই মাদ্রাসা থেকে চলে যায়। এরপর থেকেই সে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আ. রহিম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু নিখোঁজের ৭ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে না পারায় হতাশায় ভুগছেন পরিবারের লোকজন।
কালিয়াকৈর থানার এসআই সোহেল মোল্লা জানান, নিখোঁজ ছাত্রকে উদ্ধারের কাজ চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ