২৭ নভেম্বর, ২০২১ ২১:৪৫

কুড়িগ্রামে নির্বাচনী সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে নির্বাচনী সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ী, সদর ও নাগেশ্বরী উপজেলার ২৭টি ইউনিয়নে তৃতীয় ধাপের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ নভেম্বর। সকাল আটটা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর ভোট গ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে জেলার ৩ উপজেলার ২৭টি ইউনিয়ের ২৮৬টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছাড়াও অন্যান্য সকল নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করে নির্বাচন কমিশন।

শনিবার দুপুরের পর থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। এবারের নির্বাচনে ২৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩৬ জন, সাধারণ সদস্য পদে ৬শ ১৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯শ ২৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছে। নির্বাচনে ৩ উপজেলায় ২৭টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৬০ হাজার ৭শ ৪১ জন।এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৮০ হাজার ৮শ ২জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৭৯ হাজার ৮শ ৩৯ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকিব জানান, ইতোমধ্যেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। আশা করি সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণ সকাল থেকেই শুরু হবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর