২৭ নভেম্বর, ২০২১ ২২:৩৫

ময়মনসিংহের ২৭ ইউপিতে ভোট

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ২৭ ইউপিতে ভোট

তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ময়মনসিংহের প্রশাসন। সেই সাথে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। প্রতিটি ভোট কেন্দ্রে র‌্যাব, পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। 

ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জনা যায়, ময়মনসিংহের তিন উপজেলার ২৭ ইউপিতে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলার পাঁচ ইউনিয়ন ও মুক্তাগাছায় ১০ এবং ত্রিশালের ১২টি ইউনিয়ন রয়েছে। এসব ইউনিয়নে ১৪৯ জন চেয়ারম্যান, ১ হাজার ৮০ জন সাধারণ সদস্য ও ৩৭৭ জন সংরক্ষিত সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসব ইউনিয়নে ২৯৬টি কেেেন্দ্র মোট ভোটার রয়েছেন ৭লাখ ৫০ হাজার ৬৯৯ জন।

জানা যায়, মুক্তাগাছা উপজেলার ১০ টি ইউনিয়ন চেয়ারম্যান পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত নারী সদস্য পদে ১৪২ জন ও সাধারণ সদস্য পদে ৪০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০৮ টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ২৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ২৭৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৯৬৫ জন। একমাত্র তারাটি ইউনিয়নের ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নৌকা প্রতীকে ১২ জন, লাঙল প্রতীকে একজন, মহিলা চেয়ারম্যান পদে একজন রয়েছেন। সাধারণ সদস্য পদে ৪৭০ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৩১টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ১৬ হাজার ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৬২ হাজার ২৭৮ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৭৩ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সরওয়ার বলেন, নির্বাচনে কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। প্রার্থীরা যে কোন দলের হোক না কেন প্রভাব বিস্তারের চেষ্টা করলেই আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান জানান, নির্বাচনের মাঠে সকলের সমান অধিকার। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের। দ্বিতীয় দফায় কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এবার সেই সুযোগ নেই। ইতিমধ্যে চারস্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর