গাজীপুরের কালিয়াকৈরে আজ রবিবার সকাল ৮টা থেকে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে।
ইউনিয়ন পরিষদের কেন্দ্র ৭৫টি আর বুথ রয়েছে ৪৭৪টি ও পৌরসভার কেন্দ্র ৪১টি আর বুথ ২৭৬টি। ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় একযোগে ভোট শুরু হয়েছে।
পৌরসভার মোট ভোটার ৯৫ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৫০১ জন ও মহিলা ভোটার ৪৬ হাজার ৯৩৪ জন।
অপরদিকে ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৬৬ হাজার ৭১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৪ হাজার ২৫৩ জন ও মহিলা ভোটার ৮৪ হাজার ২৫৩ জন ভোটার রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত