বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আজ রবিবার সকালে নাটোর সদর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় মিছিল।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য আব্দুলাহ আল কাফী জুলেলসহ অন্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলকারীরা খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্লোগান দেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ