কক্সবাজারের চকরিয়ায় এবারের ঈদে তৃতীয় দফায় ২’শ ৫০ ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে মুজিব বর্ষের ঘর। আগামী মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সর মাধ্যমে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনা প্রাঙ্গনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহেদুল আলম চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতি চকরিয়ায় জোনাল অফিসের ডিজিএম মো. সাদেকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো.ইউছুফ, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম আর মাহমুদ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হকসহ প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
বিডি প্রতিদিন/এএম