২৫ মে, ২০২২ ১২:৫৮

কুমিল্লায় তিনদিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় তিনদিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন

কুমিল্লায় তিনদিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন

কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

বুধবার বেলা পৌনে বারোটায় নগরীর টাউনহল মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এমপি, আ. ক. ম. বাহাউদ্দিন বাহার এমপি ও কবিপৌত্রী খিলখিল কাজী। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর।

এছাড়া স্মারক বক্তৃতা করেন নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক। 

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় নৃত্যনাট্যসহ ৩০ মিনিটের সাংস্কৃতিক পর্ব রয়েছে। নজরুল জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘বিদ্রোহী’র শতবর্ষ’কবিতা।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর