গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পোশাক কর্মী নিহত হয়েছে। শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বাদল মিয়া (২৫)। তিনি কিশোরগঞ্জের ইটনা থানাধীন থানেশ্বর এলাকার আব্দুর রউফ এর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এস আই আবু সাঈদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার দশতলা ভবনের একটি পোশাক কারখানায় আয়রণ ম্যান পদে চাকুরি করতেন বাদল। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি সালনা ফরেস্ট অফিসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বেপরোগতিতে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। পুলিশ ওই কাভার্ডভ্যান আটক করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ