২৯ জুন, ২০২২ ১৯:৫৮

নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

সুন্দরবন সাতক্ষীরার রেঞ্জ সংলগ্ন মাদার নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর জেলে কেরামত গাজীর মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে উপকূলীয় উপজেলা শ্যামনগরের মাদার নদীর চর থেকে স্থানীয়রা ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

এর আগে, মঙ্গলবার সকালে মাছ শিকারের জন্য নদীতে ফেলা বড়শি আটকে যাওয়ার পর তা ছাড়াতে গিয়ে ডুব দিয়ে নিখোঁজ হন কেরামত গাজী। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দিনভর অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

এ বিষয়ে কৈখালী ইপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, ভোরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

শ্যামনগর উপজেলার রায়নগর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারক বিশ্বাস জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তারা মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। কেরামত গাজী শ্যামনগর উপজেলার মহেশখালী গ্রামের মৃত মনসুর গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন পরিবার-পরিজন নিয়ে মাদার নদীর চরে বসবাস করতেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর