গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ও সাধারণ সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার বেলা ১২টার দিকে তারা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে নেতৃবৃন্দ ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ’৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল আলম ও আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য ভানু রঞ্জন চক্রবর্তীসহ সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাব থেকে রওনা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে বেলা ১২টায় ক্লাব সদস্যরা টুঙ্গিপাড়া পৌছেন।
এ সময় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মা সেতু তার কন্যা শেখ হাসিনার হাত দিয়ে বাস্তবে রূপ নিয়েছে। বাঙালী আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
বিএফইউজে-ডিইউজেসহ অন্যান্য সংগঠনের শ্রদ্ধা: জাতীয় প্রেস ক্লাবের পর সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদের নেতৃত্বে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, সাবেক সাংবাদিক নেতা শাহজাহান মিয়া, আব্দুল জলিল ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বিডি প্রতিদিন/এএ