জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার সন্ধ্যা ৬টায় যশোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
মিছিলটি শহরের মাইকপট্টি থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের স্বার্থের কথা না ভেবে সরকার রাতের আধারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে। এতে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। বাড়তি খরচ মেটাতে গিয়ে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠবে। অবিলম্বে জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে নির্ধারণ করার দাবি করেন তিনি।
মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর