পারিবারিক দ্বন্দ্বে মানিকগঞ্জে স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আজ দুপুরে মানিকগঞ্জ শহরে বান্দুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, হারুন নামের এক ব্যক্তি প্রথমে তার স্ত্রী নাসিমাকে ধারালো ছুড়ি দিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করে। এর পর স্ত্রীর বোন সাহানাজ ও তার ছেলেকেও কোপায়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হারুনের স্ত্রীর অবস্থা আশংকাজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। এসময় হারুনও আহত হন। তিনিও একই হাসপাতালে ভর্তি হন।
হারুনের ভাইরা বাবর আলী বলেন, তার সাথে বনিবনা না হওয়ায় কোনো কথা বার্তা হইতো না। আজ হঠাৎ আমার স্ত্রী, সন্তান ও আমার স্ত্রীর বড় বোনকে ভাইরা ভাই কুপিয়ে আহত করেন।
এদিকে অভিযুক্ত হারুন বলেন, স্ত্রী কথা না শোনায় তাকে কুপিয়েছি। শালী ও তার সন্তানকে আঘাতের বিষয়ে নিশ্চুপ থাকেন তিনি।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর রউফ সরকার বলেন, হাসপাতালে ভর্তি দুপক্ষই পুলিশি পাহারায় রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল