ভালুকায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় হোটেল সিটি গার্ডেন-২ তে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. শওকত আলী, মডেল থান অফিসার ইনচার্জ কামাল হোসেন, ব্যবসায়ী মাহাবুবুল আলম বাচ্চু, সাদেকুর রহমান তালুকদার প্রমুখ।
এসময় আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি বলেন, শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বেই জ্বালানী তেলের দাম অনেক বেড়েছে। বিশ্ববাজারের সাথে সমন্বয় করতে সরকার জালানী তেলের দাম বাড়িয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা একটা গোষ্ঠীর সহ্য হচ্ছে না। সরকারের উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল