দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। অনেকের ধারনা সড়ক দুর্ঘটনায় নিহত হতে পারে।
পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলীবাজারের পূর্বপাশে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশ হতে নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্ত করে পিবিআইর মাধ্যমে ফিঙ্গার প্রিন্টের সাহায্যে পরিচয় নিশ্চিত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ