ইউএনডিপির শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কন্যা-শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বান্দরবান সদর থানায় ভিকটিম সাপোর্ট সেন্টার কার্যক্রম শুরু হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি রবিবার ৭ আগস্ট সকালে ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার জেরিন আকতার এবং বান্দরবান জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী উপস্থিত সুশীল সমাজ ও পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।
তিনি বলেন, একসময় মানুষ থানা পুলিশকে ভয় করতো। এখন সকল নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের উপযোগী করে থানার ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন