জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির হল রুমে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট বোর্ড সদস্য ও নোয়াখালী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন নিজে স্বেচ্ছায় রক্ত দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন। পরে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী সদস্য ও ছাত্রলীগ কর্মীসহ ১৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক আবদুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট বোর্ড সদস্য ও নোয়াখালী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিউল ইসলাম দুলাল ও বাধের হাট আবদুল মালেক ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক।
বিডি প্রতিদিন/এমআই