বগুড়ার ধুনট উপজেলায় প্রায় ২ লাখ টাকার চোরাই মালামালসহ আব্দুল হামিদ (৪০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে চোরাই অটোভ্যানের ব্যাটারী ও লোহার তৈরী পুরাতন যন্ত্রাংশ জব্দ করেছে পুলিশ।
রবিবার দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল হামিদ উপজেলার ফড়িংহাটা গ্রামের আবু বক্কারের ছেলে।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৫০টি ভাঙরির দোকান গড়ে উঠেছে। এসব দোকানিদের সহযোগিতায় এলাকা ভিত্তিক গড়ে উঠেছে একাধিক চোরের দল। এই চোরের দলগুলো বিভিন্ন এলাকা থেকে লোহার যন্ত্রাংশ, বৈদ্যুতিক মোটর, তার, দরজা-জানলার গ্রীল, টিউবওয়েল, টিনসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে দোকানিদের কাছে স্বল্পমূল্যে বিক্রি করে।
গত ১০ আগষ্ট রাতের কোন এক সময় বাটিকাবাড়ি-বিশ্বহরিগাছা এলাকায় ফারাইজুল ইসলামের মালিকানাধিন মেসার্স আর.এম.আর বিকস্ নামে ইটভাটা থেকে অটোভ্যানের ব্যাটারী ও লোহার তৈরী পুরাতন যন্ত্রাংশ চুরি হয়ে যায় । যার মূল্য প্রায় ২ লাখ টাকা। এ ঘটনায় ভাটা মালিকের ভাই নাইম সরকার বাদি হয়ে ১১ আগষ্ট ধুনট থানায় মামলা দায়ের করে। এদিকে ১৩ আগষ্ট পুলিশ রাতেই অভিযান চালিয়ে ইটভাটা থেকে চুরি যাওয়া মালামাল সহ আব্দুল হামিদকে গ্রেফতার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা জানান, ইটভাটার মালামাল চুরির মামলায় ভাঙারি ব্যবসায়ী আব্দুল হামিদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এলাকার ভাঙারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো নজরদারিতে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ