ময়মনসিংহের ফুলপুরে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে মামলার আসামি নজরুল ইসলামকে (8০) গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করা হয়। নজরুল শেরপুর জেলার নকলা উপজেলার দরপট মোজাকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। ভুক্তভোগী কিশোরীর বাড়ির পাশে তার শ্বশুরবাড়ি।
এ ব্যাপারে জানতে চাইলে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কিশোরীর মা থানায় এসে জানান যে, তার মেয়ে (১৩) ৫ মাসের গর্ভবতী। বিবাদী নজরুল তার মেয়েকে বিভিন্ন সময় ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার ফলে সে গর্ভবতী হয়েছে। বিষয়টি আমলে নিয়ে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়।
এসআই বকুল সাহা এর তদন্ত করছেন। এ বিষয়ে এসআই বকুল সাহা বলেন, ২২ ধারায় ভিকটিমের জবানবন্দি ও মেডিক্যাল চেকআপ সম্পন্ন করা হয়েছে। তিনি জানান, আসামিকে গ্রেফতারের পর তার ডিএনএ সংরক্ষণের আবেদন করাসহ মামলার তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ভিকটিম অসুস্থ হলে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান তার মা। পরে ডাক্তারের মুখে মেয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বার খবর শুনে সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ভিকটিমের মা। পরে হুঁশ ফিরে পাওয়ার পর বিস্তারিত জেনে কিশোরীর মা বাদি হয়ে চলতি বছর ২৫ জুলাই ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ২৬ জুলাই বাংলাদেশ প্রতিদিনের অনলাইন পোর্টালে ‘স্কুলছাত্রীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, থানায় মামলা’ শিরোনামে নিউজ প্রকাশিত হওয়ার ৩ সপ্তাহ পর আজ অভিযুক্ত আসামি নজরুলকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর