ধামরাই ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আর আহতদের উদ্ধার করে ধামরাইসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গেছে, আজ রবিবার বিকাল ৩টার দিকে আরিচা থেকে ছেড়ে আসা কার্ভাডভ্যান ধামরাইয়ের ঢুলিভিটা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপারসহ ২ জন মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও ৪ জন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি অপারেশন নির্মল চন্দ্র সাহা।
বিডি প্রতিদিন/আবু জাফর