বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১০ কিলোমিটার সড়কের দুই পাশে টক জাতীয় ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার শুকদাড়া থেকে শেখ হেলাল উদ্দিন ডিগ্রি কলেজ পর্যন্ত করোনা সহিষ্ণু গ্রাম বিনির্মাণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
ফকিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাত, শেখ হেলাল উদ্দীন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বটুগোপাল দাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই