চাঁদপুর সদর থানাধীন চর শফরমালী এলাকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ট্রলার থেকে ১ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেলসহ সিদ্দিকুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। চাঁদপুরে কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, চোরাই ডিজেল বিক্রির জন্য মতলব উত্তর থেকে চাঁদপুর মোহনার উদ্দেশে যাচ্ছিলেন তিনি।
বর্তমানে দেশে জ্বালানি তেলের সংকটময় মুহূর্তে এই ধরনের তেল চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
অভিযানকালে উপস্থিত ছিলেন চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেশমা খাতুন। পরে জব্দকৃত ডিজেল, ইঞ্জিনচালিত স্টিলবডি ট্রলার এবং আটক ব্যক্তিকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এমআই