শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
সরকার স্বেচ্ছায় পদত্যাগ না করলে ধারাবাহিক আন্দোলন : গয়েশ্বর
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
অনলাইন ভার্সন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘চলমান আন্দোলনে সরকারের পদত্যাগ দাবি করছি। সরকার স্বেচ্ছায় পদত্যাগ না করলে ধারাবাহিকভাবে আন্দোলন করে যাবো। সেই ধারাবাহিকতা রক্ষার্থে আগামী ৩০ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম খানের শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে য়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, ‘একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের কাছে আহ্বান জানাই। আপনারা শিগগিরই পদত্যাগ করুন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন।’
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সায়েদুল আলম বাবুল ও মজিবুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজুল হান্নান শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘আলী আজম একদিকে সাজাপ্রাপ্ত আসামি না, আরেকদিকে তিনি মামলার এজাহারভুক্ত কোনো আসামিও না। মাত্র পেন্ডিং মামলা। সাধারণ প্রেন্ডিং মামলায় আদালত সবসময় আসামিদের প্রতি সহানুভতিশীল থাকে। আইনের দৃষ্টিভঙ্গিতে তারা তাদের জামিন নিশ্চিত করেন। কিন্তু আজ পর্যন্ত আমরা তার জামিন তো দূরের কথা বরং প্রকাশ্য দিবালোকে তার প্রতি যে নিষ্ঠুর অমানবিক আচরণ করা হয়েছে, এটা দেশবাসী ও বিদেশবাসী দেখেছে। সুতরাং এখান থেকে বুঝা যায় যে সরকার কতটা ফ্যাসিবাদ।’
এর আগে বিএনপির ওই নেতার বাড়িতে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ নেতাকর্মীরা উপস্থিত হয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা ও মামলা চালানোর জন্য আর্থিক সহযোগিতা করেন। পরে তারা মরহুমের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম খান নিজ বাড়িতে গিয়ে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় তার মায়ের জানাজা পড়েন। ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনা-সমালোচনা ঝড় ওঠে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর