২৩ ডিসেম্বর, ২০২২ ২০:২৬

বগুড়ায় সিলগালা করা গুদাম থেকে চাল উধাও

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় সিলগালা করা গুদাম থেকে চাল উধাও

বগুড়া সারিয়াকান্দি উপজেলায় ১ হাজার ১৩০ বস্তা চালসহ সিলগালা করা গুদাম থেকে চাল উধাও হয়ে গেছে। উধাও হওয়ার ঘটনায় সারিয়াকান্দি থানায় বৃহস্পতিবার মধ্যরাতে চাল চুরির অভিযোগে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গত ৩০ নভেম্বর বগুড়া সারিয়াকান্দির পৌর এলাকার বাগবেড় গ্রামের শাহিন আলমের চালের গুদামে অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করা, কৃষি বিপনন নিবন্ধন এবং ক্রয় বিক্রয় রশিদ না থাকায় অভিযান শেষে ঘটনাস্থলে শাহিন আলমের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে ১ হাজার ১৩০ বস্তা চালসহ উক্ত গুদাম ভ্রাম্যমাণ আদালত থেকে সিলগালা করে দেয়া হয়। কয়েকদিন আগে অভিযোগ উঠে সিলগালা করে রাখা গুদাম থেকে কে বা কারা চালগুলি নিয়ে গেছে। এরপর বৃহস্পতিবার বিকালে উক্ত গুদামে উপস্থিত হয়ে সিলগালা খোলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, বগুড়া জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল হক, কারিগরি খাদ্য পরিদর্শক মো. মাহবুবুল হক, সারিয়াকান্দি থানা পুলিশসহ উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা ও কর্মচারি। গুদাম পরিদর্শন কালে মাত্র ৬ বস্তা চাল দেখতে পারেন কর্মকর্তারা। পরে গুদামটি আবারো সিলগালা করে দেওয়া হয়।

সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম জানান, সিলগালা করা গুদাম থেকে চালের বস্তা উধাওয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। জড়িত দ্রুত আইনের আওতায় নিতে অভিযান চলছে। মামলাটি চুরির অভিযোগ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান জানান, গুদামে ১ হাজার ১৩০ বস্তা চালসহ গুদাম সিলগালা করা হয়েছিল। বৃহম্পতিবার বিকালে গুদামের সিলগালা খুলে মাত্র ৬ বস্তা চাল পাওয়া গেছে। এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম জানান, এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলাটিতে চাল চুরির অভিযোগ করা হয়েছে। এখন পুলিশ তদন্ত করে সত্যটা বের করবেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর