৭ জানুয়ারি, ২০২৩ ১৫:৪৬

ভালুকায় ছাত্রলীগের র‌্যালি ও আলোচনা সভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকায় ছাত্রলীগের র‌্যালি ও আলোচনা সভা

ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদেকুর রহমান ও সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ হাসান পারভেজের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। পরে ওই আনন্দ র‌্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চবিদ্যালয় মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদেকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ হাসান পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। 

অলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাজী মো. রফিকুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার, বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান পিন্টু প্রমুখ।  

আলোচনা সভা শেষে হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চবিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর