নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজের পরদিন বাড়ির কাছে সড়কের পাশ থেকে ছয় বছর বয়সী শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের ছেছাউড়া গ্রামের সড়কের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সোমবার বিকাল থেকে নিখোঁজ হয় শিশু আব্দুল্লাহ। শিশুটি ওই গ্রামের মো জামাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু সোমবার বিকাল চারটা থেকে নিখোঁজ ছিল। পরে তার পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করে। এরপর মঙ্গলবার ভোর ছয়টার দিকে স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। শিশুটির মুখে, ঘাড়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ ব্যাপারে পুলিশের মিডিয়া তথ্য প্রদানকারী নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান জানান, বিকাল চারটা থেকে শিশুটি নিখোঁজ হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্ত শেষে বলা যাবে কি কারণে এমনটি ঘটেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন