লক্ষ্মীপুরের রায়পুরে এক হাজার অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। মরহুম শাহজাহান চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ নুর উদ্দিন চৌধুরী নয়ন এর সহধর্মিণী লুবনা চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া প্রমুখ। পর্যায়ক্রমে আরও ৩ হাজার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানায় আয়োজকরা।
বিডি প্রতিদিন/এএ