কুড়িগ্রামের উপর দিয়ে গত কয়েকদিন ধরে বয়ে চলেছে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ।
সোমবার স্থানীয় আবহাওয়া অফিস জানায়, সোমবার সকালে উত্তরের এ জনপদ কুড়িগ্রামে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ অবস্থায় এ অঞ্চলের মানুষের ঠাণ্ডায় আরও দুর্ভোগ বেড়েছে।
সকালে ঘন কুয়াশা না থাকলেও শীতের ঠাণ্ডার তীব্রতা ছিল। সকাল পেরিয়ে তাপমাত্রা বাড়তে থাকে। প্রচণ্ড ঠাণ্ডায় কাজে যেতে পারছে না শ্রমজীবী মানুষেরা। শহরের ফুটপাতের গরম কাপড়ের দোকানসমুহে শীত বস্ত্র কেনার ভিড় বেড়েছে। প্রয়োজন আরো শীতবস্ত্র। তীব্র শীতের কারণে ডায়েরিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও সর্দির প্রকোপ জেলার হাসপাতালগুলোতে বৃদ্ধি পেয়েছে। হাসপাতাল গুলোতে রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ।
জেলার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহিনুর রহমান সরদার শিপন জানান, শীতজনিত রোগে প্রতিদিন হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে। তবে আড়াইশ’ শয্যার বেডের চেয়ে দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি হওয়ায় আমাদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে সমস্যা নেই আমরা সর্বাত্মক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
বিডি-প্রতিদিন/বাজিত