লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলার বড়খাতা-জলঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মৃতরা হলেন নজরুল ইসলাম (৫৫) ও ফজল হক (৬২)।
বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে হাতীবান্ধার উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর দাখিল মাদ্রাসা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নজরুল ইসলাম উপজেলা সানিয়াজান ইউনিয়নের বলিপাড়ার ৬ নং ওয়ার্ডের সুরমান আলী ছেলে। অপরজন ফজল হক জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কারখানাপাড়া গ্রামের ইমান আলী ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড়খাতা থেকে মোটরসাইকেল যোগে দোয়ানি সাধুর বাজার আসার পথে তিস্তা ব্যারাজ এলাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক সানিয়াজান নিজ শেখ সুন্দর দাখিল মাদ্রাসা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও ট্রাকে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মারা যান।
হাতীবান্ধা ফায়ার স্টেশন অফিসার মনির হোসেন বলেন, রাতে খবর পয়ে দ্রুত সানিয়াজান এলাকায় গিয়ে তাদের উদ্ধার করি।
হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে খোঁজখবর নিয়েছি। ট্রাকটির সন্ধান পাওয়া যায়নি।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বড়খাতা-জলঢাকা মহাসড়কের নারিকেলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গ্রামীণ ব্যাংকের ফিল্ড অফিসার লতিফুল ইসলাম (৪০) মারা যান।
বিডি-প্রতিদিন/বাজিত