ভাঙ্গায় 'সুভাষিণী মল্লিক ও জীতেন্দ্রনাথ মল্লিক স্মৃতি বৃত্তি ' প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে ভাঙ্গা পৌরসভার চণ্ডীদাসদি মহল্লার চণ্ডীদাসদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সুভাষিনী মল্লিক ও জীতেন্দ্রনাথ মল্লিক স্মৃতি পরিষদ। স্মৃতি পরিষদের সভাপতি জীবন মল্লিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিটিআরসির সাবেক কমিশনার ও বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের প্রধান পরামর্শক সুধীর মল্লিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ড. বিপ্লব বালা, ভাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম, ভাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, অসীম কুমার দাস ও সুভাষ চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম আলীয়াজ্জামান, প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার মল্লিক, ভাঙ্গার সরকারি কে এম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাইফুর রহমান শওকত প্রমুখ।
অনুষ্ঠানে চন্ডীদাসদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৯ জন শিক্ষার্থীর মাঝে ৩৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ