৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:২১

খুলনায় হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি

খুলনার রূপসায় মুক্তিযুদ্ধ চলাকালীন সময় (১৯৭১ সাল) আমিন উদ্দিন নামে এক ব্যক্তি হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. এনামুল হক। আসামিরা হলেন, আমজাদ মিনা (৮০) ও সাবাজ হালদার (৮২)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আইনজীবী মো. এনামুল হক জানান, খুলনার রূপসায় ১৯৭১ সালের ১৯ অক্টোবর রাজাকার ও তাদের সহযোগীরা আমিন উদ্দিনকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে। এ ঘটনায় ২০১০ সালে তার ছেলে অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী আদালতে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে আমজাদ মিনা ও সাবাজ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করা হয়। অপর আসামি জলিল হালদার তদন্তকালীন সময়ে মৃত্যুবরণ করেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর