নাটোরের লালপুরে পুকুর পাড় থেকে ছকিনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি গ্রামে আজহার উদ্দিনের পুকুর পাড় থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সকিনা একই গ্রামের আকবর আলীর স্ত্রী।
পুলিশ ও স্বজনরা জানায়, ছেলের বউয়ের সাথে ঝড়গা করে বাড়ি থেকে ভাই বাবুলের বাড়ির উদ্দেশ্যে বের হয় ছকিনা। আর ভাই বাবুলের ভাষ্যমতে, নিহত ছকিনা তার বাড়িতে যায় নি। শনিবার সকালে ছকিনার বাড়ি থেকে আধা কিলোমিটার দক্ষিণে আজহারউদ্দিনের পুকুর পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে মরাদেহের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম