বগুড়ার শিবগঞ্জের গুজিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মাহমুদুল আলম নয়ন।
শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি এম আব্দুল হামিদ, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সহ- সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম।
বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর রহমানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন আবু জাফর, ছাত্রলীগ নেতা ইমরান হাসান চয়ন। অনুষ্ঠানে নৃত্য প্রশিক্ষক মেহেফুজ্জামান রিমনের পরিচালনায় শিক্ষার্থীরা ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে দৃষ্টিনন্দন ডিসপ্লে প্রদর্শন করেন। শেষে অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।বিডি প্রতিদিন/এএম