১১ মার্চ, ২০২৩ ১৭:৫০

দাউদকান্দিতে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও ওষুধ প্রদান

কুমিল্লা প্রতিনিধি

দাউদকান্দিতে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও ওষুধ প্রদান

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁওয়ে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি পাঁচ শতাধিক রোগী। শুক্রবার  মালিগাঁও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

ঢাকা থেকে আগত ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক এতে সেবা প্রদান করেন। সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়ার তত্ত্বাবধানে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

কামাল হোসেন ও শারমিন বেগম নামে দুই রোগী জানান, দাঁতের বিনামূূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান ব্যতিক্রম। সেবা পেয়ে তাদের ভালো লাগছে। এজন্য তারা আয়োজকদের ধন্যবাদ জানান।

ফ্রি চিকিৎসা ক্যাম্পের টিম লিডার মেজর জেনারেল (অব.) ডা. গোলাম মহীউদ্দীন চৌধুরী বলেন, প্রান্তিক পর্যায়ে মানুষকে দাঁত সম্পর্কে সচেতন করতে ও দাঁতের যথাযথ চিকিৎসাসেবা দিতে এ আয়োজন করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর