২২ মার্চ, ২০২৩ ১৮:০৩

রংপুর বিভাগে ১৪১৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর বিভাগে ১৪১৪ সরকারি 
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রংপুর বিভাগে এক হাজার ৪১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষক সংকটে পাঠদান মারাত্মক ব্যাহত হচ্ছে। তবে সংশ্লিষ্ট বিভাগ বলছে পদোন্নতি ও সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্যপদ পূরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৮ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯ হাজার ৫৪৪টি। এর মধ্যে এক হাজার ৪১৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। কোন কোন বিদ্যালয়ে ৫ থেকে ১০ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে কোমলমতি শিক্ষার্থীরা ভাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। 
সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে রংপুর জেলায়। এই জেলায় ৫৪৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। একাধিক শিক্ষকের সাথে কথা হলে তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ কিংবা পদোন্নতি পুরোপুরি বন্ধ রয়েছে। বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদফতরকে বহুবার লিখিতভাবে জানানোর পরও কোনও পদক্ষেপ নেয়া হচ্ছে না। এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যারা রয়েছেন তারা বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যস্ত থাকছেন। ফলে তারাও শ্রেণিকক্ষে পাঠদান দিতে পারছেনা বলে অভিভাবকদের অভিযোগ। 

জানা গেছে, রংপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক হাজার ৪৫৫টি। এর মধ্যে ৩০২টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা। শিক্ষা অফিসের সূত্র মতে, ২০০৯ সালের পর থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি বন্ধ রয়েছে। গত ১৩ বছরে নতুন করে প্রধান শিক্ষক নিয়োগ কিংবা পদোন্নতি দেওয়া হয়নি। এই অবস্থায়  বিভাগের ৮ জেলায় প্রায় দেড় হাজার বিদ্যালয়ে সহকারি শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। শিক্ষকরা বলেন, প্রধান শিক্ষকের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এই পদ পূরণের কোন সিদ্ধান্ত নেয়া হচ্ছেনা। 
রংপুর প্রাথমিকের বিভাগীয় উপপরিচালক মোঃ মুজাহিদুল  ইসলাম বলেন, পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণ এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর