বাগেরহাটে সুন্দরবন লোকালয়ে মোরেলগঞ্জর একটি গ্রাম লক্ষ্মীখালীতে সনাতন মতুয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মগুরু শ্রীশ্রী গোপালচাঁদ সাধুর আশ্রমধামে (বাড়ী) তার ১০১তম জয়ন্তীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বারুণী স্নান ও ধর্মীয় মহামেলা। দেশ বিদেশের প্রায় দুই লাখ মতুয়া সম্প্রদায়ের পুণ্যার্থী শত বছরের ঐতিহ্যবাহী এই বারুণী স্নান ও ধর্মীয় মহামেলায় অংশ নিয়েছেন। বুধবার সন্ধ্যায় শেষ হবে ৩ দিনব্যাপী বারুণী স্নান ও ধর্মীয় মহামেলা। এই বারুণী স্নানের মহামেলা উপলক্ষে মাসব্যাপী বসেছে দেশি কারু ও হস্তশিল্পসহ বিভিন্ন পণ্যের মেলা।
সনাতন মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১২তম শুভ জয়ন্তী উপলক্ষে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে ধর্মগুরু শ্রীশ্রী গোপালচাঁদ সাধু তার বাড়ীতে শুরু করেন প্রতি বছর বারুণী স্নান ও ধর্মীয় মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। শত বছরের ধর্মীয় এই সংস্কৃতিকে ধরে রাখতে ধর্মগুরু গোপালচাঁদ সাধুর আশ্রমধাম (বাড়ী) লক্ষ্মীখালীতে তার ১০১তম জয়ন্তীতে সোমবার থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী শত বছরের ঐতিহ্যবাহী এই বারুণী স্নান ও ধর্মীয় মহামেলায় ইতিমধ্যেই মতুয়া সম্প্রদায়ের প্রায় দুই রাখ পুণ্যার্থী অংশ নিয়েছেন। মঙ্গলবারও ছিল পূনার্থীদের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন জেলাসহ ভারত, ভুটান ও নেপালের মতুয়া সম্প্রদায়ের নারী-পুরুষ ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রে মুখরিত হচ্ছে দুই শত একর আয়তনের গোপালচাঁদ সাধুর আশ্রমবাড়ী। পাপ মোচন ও মনবাসনা পূরণের আশায় এসব ভক্তরা অংশ নেন এই আশ্রমধামের দীঘিতে বারুণী স্নানে।
শ্রীধাম লক্ষ্মীখালীর গদীনশিন ধর্মগুরু সাগরসাধু ঠাকুর জানন, এই ধর্মীয় মহামেলায় গতদুই দিনে দেশের বিভিন্ন জেলাসহ ভারত, ভুটান ও নেপাল থেকে প্রায় দুই লাখ মতুয়া সম্প্রদায়ের পূনার্থী অংশ নিয়েছেন। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় অন্যন্য দৃষ্টান্ত এখন হয়েছে বারুণী স্নান ও ধর্মীয় মহামেলা।বিডি প্রতিদিন/এএ