জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, মানুষের আর্থ-সামজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি উৎসবে অসহায় ও দুঃস্থ মানুষদের সহায়তা দিয়ে আসছেন। যাতে করে তারা উৎসবকে আনন্দের সাথে পালন করতে পারে। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন অসহায় মানুষেরা কোন সহযোগিতায় পায়নি। বরং তারা লুটপাট করেছে। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন দেশের মানুষের কোনো কষ্ট হতে দেবেন না।
তিনি বলেন, করোনার মহামারিতে বিশ্ব যখন হোঁচট খেয়েছে, তখন বাংলাদেশে কোন মানুষ না খেয়ে থাকেনি। শেখ হাসিনার নির্দেশনায় ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে খাদ্য। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মধ্যে বাংলাদেশে কোন সংকট নেই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই দেশ আজ উন্নত দেশের কাতারে পৌঁছে যাচ্ছে।
বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে চেহেলগাজী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনাজপুর সদর উপজেলার ৬৮ হাজার ৮৮৭টি অসহায় ও দুঃস্থদের পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।একইদিন দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত মাধ্যমিক পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেণির ৪৮০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট কম্পিউটার বিতরণ করেন প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম।
এসময় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জর্জিস সোহেল প্রমুখ।
একইদিন প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট কম্পিউটার বিতরণকালে প্রধান অতিথি ছিলেন হুইপ ইকবালুর রহিম। সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, বাংলাদেশের সরকারের উপসচিব মোরার্জি দেশাই বর্মন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত