চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উদয়মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খায়রুল জেলার শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এছাড়াও তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ বলেন, শহরের উদয়ন মোড় এলাকায় কিছু দুষ্কৃতকারী খায়রুল আলম জেমকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনিরা খাতুন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কয়েকজন যুবক খায়রুল আলম জেমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। জেমের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্নসহ পায়ের একটি আঙুল কাটা ছিল। তার শরীরের রক্তের ঘাটতি দেখার সাথে সাথে তাকে ব্লাড দেয়া হয়।
তিনি আরও বলেন, রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার শঙ্কা দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা জন্য ভাবা হচ্ছিল। কিন্তু তার আগেই মারা যায় সে।
বিডি প্রতিদিন/এমআই