দুই ব্যক্তির কাছে থাকা স্কুল ব্যাগ থেকে নয় কেজি গাঁজা উদ্ধার ও অভিযুক্ত ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই দুই মাদক ব্যবসায়ি হলেন মো. আঃ মালেক (৪৫) ও আঃ রাজ্জাক (৪০)। আজ সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর জেলা শহরের ব্যস্ততম এলাকা মীরগঞ্জ নতুন বাসটার্মিনাল থেকে তাদের গাঁজাসহ গ্রেফতার করা হয়। মালেক কুড়িগ্রাম জেলার চর ভগবানপুর গ্রামের মো. জমের শেকের ছেলে,রাজ্জাক একই গ্রামের মো. আমির হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ
এক গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদলের দাবি তিনিসহ আরও কজন পুলিশ কর্মকর্তা ওই স্থানে অভিযান পরিচালনা করেন। ওই সময় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালানো হয়।
এসময় ওই সিএনজিতে থাকা মো. আঃ মালেক ও মো. আঃ রাজ্জাকে সন্দেহ হলে তাদের সাথে থাকা দুইটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৩টি প্যাকেটে ৯ কেজি গাঁজা উদ্ধার এবং তাদের আটক করা হয়। ওসি বাদল বলেছেন, অভিযুক্ত দুজনেই ওই মাদক কারবারি, স্বীকারোক্তি দিয়ে বলেছেন তারা আন্তঃজেলা মাদক পাচারকারী চক্র। এ ব্যাপারে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে দুই মাদক কারবারিকে আদালতে সোপর্দ করেছে সদর থানার পুলিশ।
বিডি প্রতিদিন/এএ