২৪ এপ্রিল, ২০২৩ ২২:০২

নড়াইলে কলেজছাত্রের পায়ের রগ কর্তন, আটক ১

নড়াইল প্রতিনিধি

নড়াইলে কলেজছাত্রের পায়ের রগ কর্তন, আটক ১

প্রতীকী ছবি

পূর্ব শত্রুতার জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামে এক কলেজছাত্রের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম ও তার বাম পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। 

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

আহত যুবকের নাম শেখ সাজ্জাদের (২৫)। তিনি খুলনা কমার্স কলেজের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্র। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবর শেখের ছেলে।

আহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য নিয়ে উপজেলার কোলা গ্রামের মাহাবুর শেখ ও হিমা খাঁ সমর্থিত লোকজনদের সঙ্গে একই গ্রামের শাহাদত শেখ সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে বিবাদমান উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় লোহাগড়া থানা পুলিশের নির্দেশনায় বিবাদমান দু’টি পক্ষ কোন প্রকার দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হবে না মর্মে থানায় হাজির হয়ে মুচলেকা প্রদান করেন। কিন্তু এটিকে উপেক্ষা করে ঠিক পরের দিনই সোমবার দুপুর ১টার দিকে কোলা গ্রামের মৃত সিরু শেখের ছেলে মাহাবুর শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষ গ্রুপের শেখ সাজ্জাদের (২৫) উপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সাজ্জাদ শেখের বাম পায়ের রগ কর্তন করে। পরে স্থানীয়রা আহত সাজ্জাদকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) স্থানান্তর করা হয়। 

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জনৈক ইসরাফিল শেখকে (৪৮) আটক করেছে পুলিশ।’


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর