কিশোরগঞ্জের কটিয়াদীতে শালক ও তার ছেলেদের মারধরে দুলাভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৯ টার দিকে কটিয়াদী মডেল থানার গেইটের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মানিক মিয়া (৭৫)। তিনি কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত দুইজনের নাম হামিদ ও রাশিদ। তারা নিহত মানিক মিয়ার শ্যালক বলে জানা গেছে।
নিহত মানিক মিয়ার ভাগ্নে সুমন মিয়া জানান, জমি নিয়ে বিরোধের জেরে গত রমজান মাসের প্রথম দিকে মানিক মিয়ার ছেলে লোদনকে ডেকে নিয়ে তার শ্যালক হামিদ, রাশিদ ও তাদের ছেলে খোকন ও মামুন মারপিট করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ ঘটনা মিটমাট করে দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন মানিক মিয়াকে।
ওই ঘটনায় কটিয়াদী মডেল থানায় পূর্বনির্ধারিত শালিসের তারিখ ছিল বুধবার। কিন্তু থানায় শালিস বসলেও বিষয়টি মীমাংসা হয়নি। পরে থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় থানার গেইটের সামনে খোকন ও মামুন মানিক মিয়াকে কিল ঘুষি মারেন। এতে মানিক মিয়া লুটিয়ে পড়েন। পরে মানিক মিয়াকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মর্তুজা ইয়াসমিন জানান, আমাদের কাছে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শাহাদত হোসেন জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যানি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ