মানিকগঞ্জ শহরে একরাতে ১৬টি দোকানে চুরির ঘটনায় ২ জনকে গ্রেফতারসহ কিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ। গত ২৬ এপ্রিল রাতে আমিন ফার্মেসী, দেশ লাইব্রেরী, সিটি ড্রাগ হাউসসহ শহরের বিভিন্ন এলাকার ষোলটি দোকানে চুরি সংগঠিত হয়। চোরেরা এ সময় নগদ টাকা, মোবাইলের সিম ও সিগারেট হাতিয়ে নেয়। ঘটনার পর পুলিশ অভিযানে নেমে দুই চোরকে গ্রেফতার করেন এবং তাদের কাছ থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মোঃ তানভীর হোসেন ইসলাম (২৩)। তার বাড়ি সিলেট জেলার গোপালগঞ্জ থানার ভাদেশ্বের গ্রামে। সে চুনু মিয়ার ছেলে। অপরজন মোঃ মোস্তফা মিয়া (২২)। বাবার নাম মোঃ আছাই মিয়া। তার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার বাধিগিরা গ্রামে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আজ সকালে সদর থানায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান প্রেস ব্রিফিং মাধ্যমে এ তথ্য জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমতিয়াজ আহমেদ (ক্রাইম এন্ড অপস), কামরুল হাসান (সদর সার্কেল), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার।
চুরির ঘটনার পর থেকে ব্যবসায়ীরা আতংকের মধ্যে ছিলেন। তারা দফায় দফায় মিটিং করেছেন। দুইজন চোর গ্রেফতারের পর ব্যবসায়ীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। শহর বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান খান মিন্টু বলেন, ষোলটি দোকানে চুরির ঘটনার পর জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় আমরা সন্তোষ প্রকাশ করছি। চোর আটক হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ