খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম খলিল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ ৭দিন চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ বরেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আবদুল ওয়াদুদ ভূঁইয়াসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, তিনি গত ২৭ এপ্রিল ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন