৪ মে, ২০২৩ ১৬:১৩

গাজীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

গাজীপুরে আছমা আক্তার (৩৯) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী নুরু মিয়া পলাতক রয়েছেন। পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত আছমা স্বামী সন্তান নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি কুদ্দুসনগর এলাকায় লাভলী কামালের বাড়ির ৭ম তলায় ভাড়া থাকতেন। আছমা আক্তার চট্টগ্রামের হালিশহরের হাজার দিঘীরপাড় গ্রামের মোস্তফার মেয়ে। তার স্বামী মানিকগঞ্জ সদর এলাকার নূরুল হক ওরফে নূরু।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ওসি মো: আশরাফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, আছমা আক্তারের একটি ৫ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী নূরু মিয়ার সঙ্গে তার দাম্পত্য কলহ ছিল। এর জের ধরে বুধবার রাতের কোনো এক সময় আছমাকে শ্বাসরোধে হত্যা করে কক্ষের বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যান স্বামী নূরু মিয়া। এ ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও পিবিআই পরিদর্শন করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মো: শামসুর রহমান জানান, পারিবারিক কলহলের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা। পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর