সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল-চত্বর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ অভিযানে ২ হাজার তিনশত পিস ইয়াবা জব্দ করা হয়। আটক আসামিরা হলো, রাজশাহী জেলার মহিষবাধান উত্তরপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে সামিউল ইসলাম সজিব (২৬) এই জেলার পূর্ব রায়পাড়া গ্রামের মাজেদ মন্ডলের ছেলে আলিফ হোসেন আরিফ (৩২)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে হাটিকুমরুল গোল-চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার হওয়া আলামতসহ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম