১১ মে, ২০২৩ ২০:১৭

সোনাইমুড়ীতে কলেজশিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধিঃ

সোনাইমুড়ীতে কলেজশিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর সোনাইমুড়ী সরকারী কলেজশিক্ষার্থী রিফাতের উপর ক্লাস চলাকালীন বহিরাগত সন্ত্রাসীদের সশস্ত্র হামলার প্রতিবাদ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ী সরকারি কলেজ গেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

মানববন্ধনে শিক্ষার্থীরা কলেজে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা, থানা ও কলেজ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করে। পাশাপাশি তারা রিফাতের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানায়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর