১ জুন, ২০২৩ ১৫:৫১

নোয়াখালীতে জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা ও অংশীজন সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা ও অংশীজন সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যেগে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নোয়াখালীতে জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা ও সুশাসন প্রতিষ্ঠান লক্ষে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী একরামুল হকের সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী এলজিইডি কামরুল ইসলাম সিদ্দিক হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক আকবর হোসেন সোহাগ, জেলা সিনিয়র প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ, সদর উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ ও সহকারী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান প্রমুখ। এই সময় জুম মিটিংয়ের মাধ্যমে ভার্চুয়ালি বিভিন্ন উপজেলা প্রকৌশলী, শিক্ষা কর্মকর্তা, ঠিকাদার ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন। এই সময় কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানোন্নয়ন নিয়ে আলোচনা হয় এবং জেলা নির্বাহী প্রকৌশলী বিভিন্ন উপজেলার কাজের মানের তদারকি ও খোঁজখবর নেন। এই শুদ্ধাচার প্রোগ্রাম তিন মাস পর পর অনুষ্ঠিত হয়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর