১ জুন, ২০২৩ ১৭:৪০

লাকসামে এলজিইডি'র মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি উদ্বোধন

লাকসাম প্রতিনিধি


লাকসামে এলজিইডি'র মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি উদ্বোধন

কুমিল্লার লাকসাম উপজেলায় এলজিইডির মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে লাকসাম উপজেলায় এলজিইডির মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তফা হাসান, নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ ইফতেখার আলী, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত, সহকারী প্রকৌশলী মো. রায়হানসহ উপজেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উপজেলা প্রকৌশলী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে সারা দেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে এ ধরনের ল্যাবরেটরি স্থাপন করা হবে। বৃহস্পতিবার দেশব্যাপী ২৩০টি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। এর মধ্যে লাকসাম প্রথম এই ল্যাবরেটরি স্থাপন করা হয়। এই ল্যাবরেটরিতে বালি, ইটের খোয়া, মাটির আর্দ্রতা, ডিসিবি ও ইউনিট ওয়েট ইত্যাদি পরীক্ষা করা হবে। এলজিইডির পাশাপাশি অন্যান্য সংস্থাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে নির্মাণাধীন অবকাঠামোর নির্মাণ সামগ্রীর গুণগতমান নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে পরীক্ষা করা যাবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর