৭ জুন, ২০২৩ ২১:০৩

৭ বছর পর ধরা খেল ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি

ফেনী প্রতিনিধি

৭ বছর পর ধরা খেল ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি

আবু মুছা প্রকাশ (মাঝে)

ফেনী ছাগলনাইয়া থানার অস্ত্র মামলায় ১৭ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এবং হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্র ব্যবসাসহ ৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবু মুছা প্রকাশ ওরফে পিচ্চি মনছুরকে দীর্ঘ ৭ বছর পলাতক থাকার পর ঢাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭। 

মঙ্গলবাল (০৬ জুন) দিবাগত রাতে ঢাকা চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (০৭ জুন)  র‌্যাব-৭ ফেনী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেনক্যাম্প কমান্ডার মো. সাদেকুল ইসলাম। 

তিনি জানান, ২০১৩ সালের ৪ মার্চ ছাগলনাইয়া থানায় অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে একটি এলজি ও ৪রাউন্ড কার্তুজ পাওয়া যায়। পরে সে মামলায় জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। ২০১৬ সালে অস্ত্র মামলায় তার অনুপস্থতিতে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দেয় আদালত। সেই সময় থেকে তাকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালায় আইন শৃঙ্খলবাহিনী। 

তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭। তার বিরুদ্ধে ফেনীর বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর