২৬ জুন, ২০২৩ ১৬:৩৭

গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী

মেহেরপুর প্রতিনিধি

গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী

ভুক্তভোগী ব্যবসায়ী

মেহেরপুরের গাংনী বামন্দি হাটে আসার সময় অজ্ঞান পাটির খপ্পরে পড়েছেন তহিদুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ী। সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর থেকে বামন্দী হাটে আসার সময় এ ঘটনা ঘটে।

তহিদুল ইসলাম মিরপুর বাসস্ট্যান্ড এলাকার সাইফুল বিশ্বাসের ছেলে। অসুস্থ তহিদুলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানান, তহিদুল ইসলাম গরু কেনার জন্য কুষ্টিয়ার মিরপুর বাসস্ট্যান্ড থেকে লোকাল বাসে মেহেরপুরের গাংনী বামন্দী হাটে আসছিলেন। পথিমধ্যে তাকে অচেতন করে তার কোমরে থাকা ব্যাগের মধ্য থেকে ৬ লাখ টাকা নিয়ে চলে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। অসুস্থ অবস্থায় তহিদুলকে তেরাইল বাজারে নামিয়ে দেয় লোকাল বাসটি। এ সময় স্থানীয়রা তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে হাসপাতালে ভর্তির উদ্যোগ নেয়।

পরে বামন্দী পশু হাটে থাকা তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তহিদুলকে নিয়ে কুষ্টিয়ার মিরপুর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। গত দুই সপ্তাহ আগে একইভাবে দুই ব্যবসায়ীকে অচেতন করে আড়াই লাখ টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর